দূরবীণ নিউজ ডেস্ক :
এবার ‘আইপিএল-এ’ সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স শুরুতেই নতুন মৌসুমে নিজেদের জয়ের চমক দেখিয়ে শুভযাত্রার সূচনা করেছে।
গতকাল রোববার (১১ এপ্রিল) দিবাগত রাতে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হারিয়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদকে। নিতিশ রানা ও রাহুল ত্রিপাঠির ঝড়ের পর প্রাসিদ কৃষ্ণার দারুণ বোলিংয়ে কলকাতা পেয়েছে ১০ রানের জয়।
আর এ জয়ের মাধ্যমে দারুণ এক মাইলফলকে পৌঁছে গেছে কিং খানের দল। মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের পর আইপিএলের তৃতীয় দল হিসেবে জয়ের সেঞ্চুরি পূরণ করেছে তারা। সেজন্য খেলতে হয়েছে ১৪ আসরের ১৯৩টি ম্যাচ।
২০১৯ সালের আসরে প্রথম দল হিসেব জয়ের সেঞ্চুরি করেছিল মুম্বাই। তারাই এখন জয়ের তালিকায় শীর্ষে। একমাত্র দল হিসেবে আইপিএলে ২০০ ম্যাচ খেলার রেকর্ডটাও আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নদের দখলে।
নিষেধাজ্ঞার কারণে দুই বছর খেলতে না পারা চেন্নাই সুপার কিংসও জয়ের সেঞ্চুরি পূরণ করেছে ২০১৯ সালে। তবে গতবছরের ভরাডুবির কারণে মুম্বাইয়ের চেয়ে অনেক পিছিয়ে গেছে তারা।
এবার ২০২১ সালের আসরের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হলো কলকাতার। এমন সাফল্যের পর কলকাতাকে শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট করেছেন দলের মালিক ও বলিউড কিং শাহরুখ খান।
কলকাতার পর সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এবারের আসরে ৮টি জয় পেলেই পূরণ হবে তাদের সেঞ্চুরি। একইসঙ্গে তিনটি ম্যাচ খেললে দ্বিতীয় দল হিসেবে ২০০ ম্যাচ খেলার রেকর্ড হবে ব্যাঙ্গালুরুর।#