দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাকালীন সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার আর নেই ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে অকৃতদার এই সাংবাদিক সহকর্মী, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ডিআরইউর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,আজ বাদ আছর জাতীয় প্রেসক্লাবে হাসান শাহরিয়ারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর প্রেসক্লাব চত্বরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের নেতৃত্বে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় ডিআরইউ’র সহ সভাপতি ওসমান গনি বাবুল, দপ্তর সম্পাদক মো: জাফর ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রফিক রাফিসহ সাবেক নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিক হাসান শাহরিয়ার দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক, ডেইলি ‘সানে’র সম্পাদক এবং পাকিস্তানের দৈনিক ডন পত্রিকার সিনিয়র রিপোর্টার ছিলেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী নিউজ উইকসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করেছেন।
প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার এর মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
# প্রেস বিজ্ঞপ্তি ।