দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়েন এবং জনগণের সচেতনতা বাড়াতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নুর তাপসের নির্দেশে মাঠে নেমেছেন ১০টি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেটগণ।
আজ সোমবার (৫ এপ্রিল) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
তিনি জানান, লকডাউন নিশ্চিতকরণে ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় আজ সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ডিএসসিসির ১০টি অঞ্চলের সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ ও ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্ব স্ব অঞ্চলে লকডাউন তদারকির জন্য মাঠে নেমেছেন।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ বিভিন্ন স্থানে জনগনকে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন। এছাড়াও, করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান ৫৮ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য বিধি না মানায় ৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।