দূরবীণ নিউজ প্রতিবেদক:
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের অবৈধ সম্পদের মামলার বিচারিক কার্যক্রম চলারপক্ষে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আসামির আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে আপিল বিভাগে। তবে আপিল বিভাগ আদেশ না দিয়ে আগামী ৮ এপিল দিন ধার্য করেছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূণাঙ্গ বেঞ্চ শুনানি গ্রহণ করেছেন। পরে এই বিষয়ে ৮ এপ্রিল আদেশের দিন ধার্য করেছেন।
আজ আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। জোবায়দার পক্ষে ছিলেন সাবেক অ্যাটনি জেনারেল ও সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী।ফাইল ছবি
জানা যায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদকের পক্ষ থেকে ডা. জোবায়দা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করা হয়।
পরে ডা. জোবায়দা রহমান ওই মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন জানান। হাইকোর্ট দুদকসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। একই সঙ্গে মামলার বিচারিক কার্যক্রম স্থগিতাদেশ জারি করেছিলেন।
এদিকে ২০১৭ সালে ১২ এপ্রিল ওই রুলের ওপর বিস্তারিত শুনানির পর হাইকোর্ট রুল খারিজ করে দেন এবং মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার পক্ষে রায় প্রদান করেন।
ওইদিন হাইকোর্ট রায় প্রদানকালে আসামি ডা. জোবায়দা রহমানকে ৮ সপ্তাহের মধ্যে বিচারিক বিশেষ জজ আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিলেন।
এদিকে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন ডা. জোবায়দা রহমান। আজ বৃহস্পতিবার ডা. জোবায়দা রহমানের আবেদনের বিষয়ে শুনানি হয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূনাঙ্গ বেঞ্চে। তবে আদেশের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করেছেন উচ্চ আদালত। /