দূরবীণ নিউজ প্রতিবেদক:
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের আওতায় শাহরাস্তি উপজেলার অন্তর্গত গন্দ্রপুর থেকে নরিংপুর বাজার পর্যন্ত খাল খনন প্রকল্পে ঠিকাদার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে খাল খনন না করে বরাদ্দকৃত ৯৭ লাখ টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুদক।
মঙ্গলবার ( ২ মার্চ) দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি আরো জানান, দুদক সজেকা কুমিল্লা-এর সহকারী পরিচালক রাফী মো: নাজমুস সাদাৎ-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে অভিযোগের সত্যতা উদঘাটনের জন্য সরজমিনে খাল পরিদর্শন, সংশ্লিষ্ট দপ্তর এবং ব্যক্তিদের সাথে সাক্ষাতপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যপ্রমাণ সংগ্রহ, পরীক্ষা ও তথ্যানুসন্ধান করেছে দুদক টিম। উক্ত অফিস থেকে এ সংক্রান্ত আরও তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
এ ক্ষেত্রে কোন দুর্নীতি ও অনিয়ম সংঘটিত হয়েছে কিনা এবং তা হয়ে থাকলে এর সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও তথ্য প্রমাণসমূহ বিস্তারিত পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।
দুদক পরিচালক আরো জানান, আজ সৈয়দপুর-নীলফামারী, হোমনা-কুমিল্লা, কেন্দুয়া-নেত্রকোনা, কয়রা-খুলনা, মুরাদনগর-কুমিল্লায় ইউপি মেম্বারের বিরুদ্ধে গরীব দুস্থদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপককে ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে দুদক।
এছাড়াও স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে জাল দলিল সৃজনপূর্বক অন্যের জমি দখল, ইউপি মেম্বারের বিরুদ্ধে দরিদ্র্য ব্যক্তিদের ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার নামে ঘুষ আদায়, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডিএফ-এর কার্ড প্রদানের নামে ঘুষ দাবি, সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে জমি বণ্টনের কাজে অনিয়ম, ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে বিধবা ও বয়স্ক ভাতার কার্ড প্রদানের নামে ঘুষ আদায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার, সৈয়দপুর-নীলফামারী, হোমনা-কুমিল্লা, কেন্দুয়া-নেত্রকোনা, কয়রা-খুলনা, মুরাদনগর-কুমিল্লা-কে বিষয়সমূহ অবহিত করে সংশ্লিষ্ট কতৃপক্ষের মাধ্যমে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্যদুদক থেকে চিঠি পাঠানো হয়েছে। / প্রেস বিজ্ঞপ্তি