দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নুর তাপসের নির্দেশে অনুমোদনহীন স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ফসলি জমি ভরাট করে আবাসিক প্রকল্পের কাজে নিয়োজিত ৩টি ড্রেজার মেশিন বন্ধ করেছে।
ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযানকালে ৭৫ নং ওয়ার্ডের ফকিরখালী এলাকায় ফসলি জমি ভরাটে নিয়োজিত ড্রেজার মেশিন ও পাইপ বন্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিএসসিসির ৭৫ নং ওয়ার্ডের ফকিরখালী এলাকায় ফসলি জমি ভরাট করে অনুমোদনহীনভাবে গৃহায়ন প্রকল্পের ৩টি ড্রেজার মেশিন বন্ধ করে দেওয়া হয়েছে।
এরমধ্যে একটি মেশিন কেটে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকায় স্পট নিলামে বিক্রি করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।
এ সময় উপস্থিত জনগণ স্থানীয় জনগণ সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটবৃন্দকে খননযন্ত্রগুলো স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের বলে জানান। অভিযান চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। / প্রেস বিজ্ঞপ্তি।