দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি এসএম আবুল হোসেন, ক্র্যাব সদস্য আজিজুল হাকিম, ক্র্যাব উপদেষ্টা শেখ নজরুল ইসলাম, ক্র্যাবের সিনিয়র সদস্য আইয়ুব আনসারী, মমতাজ উদ্দিন, শাহীন আব্দুল বারী, সাখাওয়াত হোসেন মুন্না ও এস.এম. নূরুজ্জামানসহ অনেকেই অসুস্থ্য।
ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, উপদেষ্টা লিটন হায়দার, সিনিয়র সদস্য কামরুল হাসান, মনিরুজ্জামান উজ্জল, এনামুল কবীর রূপম, আতাউর রহমান ও বকুল আহমেদসহ বেশ কয়েকজন সম্প্রতি করোনা থেকে সুস্থ্য হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম মিন্টু হোসেন চোখের সমস্যা জনিতকারণে হাসপাতালে ভর্তি ছিলেন। মো. মুক্তাদির রশীদ রোমিওর স্ত্রী অসুস্থ্য অবস্থায় ভারতে চিকিৎসাধীন আছেন। এহসান পারভেজ তুহিনের ছেলে দীর্ঘদিন অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ছিলেন।
এইচএম ফারুকের মা বেশ কয়েকদিন হাসপাতালে থেকে এখন বাসায় আছেন। এছাড়াও ক্র্যাবের আরও অনেক সদস্য ও তাদের পরিবার বর্গের সদস্যরা নানাবিধ রোগে ভূগছেন।
তারাসহ ক্র্যাবের সকল সদস্যের জন্য আজ ১৯ ফেব্রæয়ারি’২১ রোজ শুক্রবার জু’মার নামাজের পর ক্র্যাব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে ক্র্যাব সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ ও ক্র্যাবের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে অসুস্থ্যদের রোগমুক্তির আশায় দোয়া ও প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
দোয়া মাহফিল পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাব মসজিদের ইমাম মাওলানা মনিরুজ্জামান।
ক্র্যাব কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সকল অসুস্থ্য সদস্য ও তাদের পরিবার বর্গের জন্য দোয়া চাওয়া হয়েছে। /কাশেম