দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রথমবারের মতো আগামী ১০ ফেব্রুয়ারি আন্তঃওয়ার্ড ক্রীড়া (ফুটবল এবং ক্রিকেট) প্রতিযোগিতা শুরু হচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি টিম ফুটবলে এবং ৬৪টি টিম ক্রিকেটে অংশগ্রহণ করবে। তিনি বলেন, আয়োজিত ফুটবলে এবং ক্রিকেট খেলার পুরো প্রতিযোগিতাটি নকআউট পদ্ধতিতে পরিচালিত হবে।
আগামী ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ডিএসসিসির নগরভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেয়র শেখ ফজলে নূর তাপস। এই খেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে মধুমতি ব্যাংক লিমিটেড ও গোল্ড স্পন্সর ওরিয়ন গ্রুপ।
মেয়র তাপস বলেন, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি দল ফুটবল খেলায় এবং ৬৪টি দল ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। পুরো প্রতিযোগিতাটি নকআউট পদ্ধতিতে পরিচালিত হবে। আগামী ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।
১৫ মার্চ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফুটবলের উদ্বোধনী ও সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ক্রিকেটের উদ্বোধনী সমাপনী অনুষ্ঠিত হবে আউটার স্টেডিয়াম। নগরের ১৩টি মাঠে এই ক্রিকেট ও ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, ক্রিকেট ও ফুটবল খেলায় চ্যাম্পিয়ন দলের জন্য ৫ লাখ টাকা রানারআপ দলকে তিন লাখ টাকা করে অর্থ পুরস্কার দেয়া হবে। ফুটবলের ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে এবং ক্রিকেটে ম্যান অব দ্যা সিরিজ হিসেবে পুরস্কৃত সেরা খেলোয়াড়দের ২০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেয়া হবে।
সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, ডিএসসিসির ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।/