দূরবীণ নিউজ প্রতিবেদক:
গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনাভাইরাসে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৯০৬ জনে। নতুন করে শনাক্ত হয়েছে দুই হাজার ২০২ জন। মোট শনাক্ত চার লাখ ৮১ হাজার ৯৪৫ জন।
মঙ্গলবার ( ৮ ডিসেম্বর) বিকেলে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫৭১ জন এবং এ নিয়ে মোট চার লাখ এক হাজার ১৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
১৩৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২০০টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৮ লাখ ৯৪ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এতে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তি মারা যান ১৮ মার্চে।