দূরবীণ নিউজ প্রতিবেদক:
রিপোর্টার্স এগেইনেস্ট করাপশন (র্যাক)-এর ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সভাপতি গাজী টিভির সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নিউএজ পত্রিকার সিনিয়র রিপোর্টার আহমেদ ফয়েজ, সিনিয়র সহ সভাপতি দূরবীণ নিউজ টোয়েন্টি ফোর ডটকমের আবুল কাশেম এবং সহ সভাপতি এটিএন নিউজের তাওহীদ সৌরভের নেতৃত্বাধীন ২১ সদস্যের কমিটির কর্মকর্তারা দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার ( ১ ডিসেম্বর) দুপরে আনুষ্ঠানিকভাবে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সভায় র্যাকের সদ্যবিদায়ী কমিটির সভাপতি মোরশেদ নোমান ও সাধারণ সম্পাদক আদিত্য আরাফাতের পরিচালনায় নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। আর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, র্যাকের নির্বচনে প্রধান নির্বাচন কমিশনা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদ্য বিদায়ী সভাপতি ও র্যাকের সিনিয়র সদস্য রফিকুল ইসলাম আজাদ, নির্বাচন কমিশনার র্যাকের সিনিয়র সদস্য ওয়াকিল আহমেদ হিরণ এবং এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুগান্তরের সিনিয়র সাংবাদিক মিজান মালিক।
উল্লেখ্য যে, গত ১৩ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ‘র্যাকের’ বার্ষিক সাধারণসভা (এজিএম) শেষে দুপুরে সদস্যদের সরাসরি ভোটে সংগঠনের ২১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়। ওইদিন উৎসবমুখর পরিবেশে এ সংগঠনের ৭৩ জন সদস্যের মধ্যে ৭১ জন নির্বাচনে ভোট দিয়েছেন। তবে দুই জন অসুস্থ থাকায় তারা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত ছিলেন।
র্যাকের ২১ সদস্যে কমিটির কর্মকর্তারা হলেন:
র্যাকের নতুন কমিটির সভাপতি গাজী টিভির সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নিউএজ পত্রিকার সিনিয়র রিপোর্টার আহমেদ ফয়েজ, সিনিয়র সহ সভাপতি- দূরবীণ নিউজ টোয়েন্টি ফোর ডটকমের আবুল কাশেম , সহ সভাপতি- এটিএন নিউজের তাওহীদ সৌরভ যুগ্ম সম্পাদক- (১) এটিএন বাংলার মাহবুব কবির চপল ,যুগ্ম সম্পাদক (২)- ৭১টিভির জেমসন মাহবুব যুগ্মসাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক- বাংলাদেশ টুডের সাফি উদ্দিন আহেমদ , কোষাধক্ষ- বিডিনিউজ টুয়েন্টিফোরের তাবারুল হক, দপ্তর সম্পাদক- বৈশাখ টিভির তাসলিমুল হক তৌহিদ, প্রচার প্রকাশনা সম্পাদক- বনিক বার্তার জেসমিন মলি, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- আরটিভির আতিকা রহমান , প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক- চ্যানেল টুয়েন্টিফোরের সফিকুল ইসলাম সবুজ ।
নতুন এ কমিটির কার্যনির্বাহী ৭ জন সদস্য হলেন; দেশ রূপান্তরের- আলাউদ্দিন আরিফ, এনটিভির -শফিক শাহীন, বাংলাদেশ প্রতিদিনের -মোস্তফা কাজল, আলোকিত বাংলাদেশের -মতলু মল্লিক, নবরাজের- রফিকুজ্জামান, আজকালের খবরের- সাইফুল ইসলাম মন্টু এবং মানব জমিনের- মারূফ কিবরিয়া ।#