দূরবীণ নিউজ প্রতিবেদক:
তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেই দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত ।তিনি বলেন, কমিশন ইতোমধ্যেই ভার্চুয়াল মাধ্যমে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছে। ই-নথিরও ব্যববহার করা হচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী ই-নথি ব্যবহার বিষয়ক দুদক কর্মকর্তা ও কর্মচারীদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি সব নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, আজ থেকে শুরু হওয়া ই-নথি কার্যক্রমের উপর এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৯টি ব্যাচে দুদক প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়ের ১৬২ জন কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করছেন।
তিনি আরো বলেন, কমিশন প্রতি বছর গড়ে প্রায় ১০০০ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান শেয়ারিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান স্ব-স্ব কর্ম প্রক্রিয়া প্রয়োগ করা গেলেই জনআস্থা অনুযায়ী দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করা যাবে বলে তিনি মন্তব্য করেন।
দুর্নীতি দমন কশিনের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণ অনুবিভাগের পরিচালক উত্তম কুমার মন্ডল, সিস্টেম এনালিস্ট মোঃ রাজিব হাসান প্রমুখ। # প্রেসবিজ্ঞপ্তি