দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটিতে একদিনেই ৭ শতাধিক অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামমের নেতৃত্বে ও নির্দেশানা মোতাবেক দিনব্যাপী চলে এই উচ্ছেদ কার্যক্রম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল পর্যন্ত ডিএনসিসির ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে কর্মকর্তারা গুলশান, বনানী ও প্রগতি সরণিতে এসব অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।
শুধু তাই নয়, স্পটেই প্রকাশ্যে নিলামের উচ্ছেকৃত “সাইনবোর্ড ও অন্যান্য মালামাল ১ লাখ ৭৭ হাজার টাকা বিক্রি করে দেন। এছাড়াও অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করা, ট্রেড লাইসেন্স না থাকা, সরকারি কাজে বাধা প্রদান করা এবং অন্যান্য অপরাধে সংশ্লিষ্টদেরকেকে আরো ১ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়র মোঃ আতিকুল ইসলাম অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড উচ্ছেদ চলাকালে গুলশান ১ নম্বর গোলচত্বরে নিজে দাড়িয়ে থাকেন এবং নির্দেশনা প্রদান করেন। মেয়র বলেন, যত্রতত্রভাবে যারা বড় বড় সাইনবোর্ড, বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে ব্যবসা করছেন। কিন্তু সিটি কর্পোরেশনের পাওনা ট্যাক্স তারা দিচ্ছেন না। এধরনের বিলবোর্ড একশতভাগ অবৈধ।
বৃহস্পতিবার গুলশান ১ নম্বর গোলচত্বরে প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ মিয়ার নেতৃত্বে প্রায় তিন শতাধিক অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, প্যানাফ্লেক্স ইত্যাদি উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা এসব সামগ্রী ১ লাখ ৫২ হাজার টাকায় বিক্রিয় করা হয়। সরকারি কাজে বাধা দেওয়ায় শান্তা গ্রুপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বনানী ১১ নম্বর সড়কে অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান প্রায় দুই শতাধিক সাইনবোর্ড, বিলবোর্ড ইত্যাদি উচ্ছেদ করা হয়। এছাড়া রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অন্যান্য অপরাধে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রগতি সরণির শহজাদপুরে অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিনের নেতৃত্বে দুই শতাধিক সাইনবোর্ড, বিলবোর্ড ইত্যাদি উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত এসব সিনবোর্ড, বিলবোর্ড ইত্যাদি নিলামে ২৫ হাজার টাকা নিলামে বিক্রয় করা হয়। এছাড়া ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করা এবং ট্রেড লাইসেন্স না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। # প্রেস বিজ্ঞপ্তি ।