দূরবীণ নিউজ প্রতিবেদক :
বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত দিকে অবস্থিত পেট্রোল পাম্পের পাশে নবনির্মিত পাওয়ার হাউজের দেয়াল ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি দোকান দখলমুক্ত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কঠোর বার্তা পাওয়ার পর সংশ্লিষ্ট অবৈধ দখলদারেরা স্বপ্রণোদিত হয়ে আজ নিজেরাই তাদের অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়।
স্বপ্রণোদিত এই দখলমুক্তি কার্যক্রম তদারকি করেন ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ। দখল মুক্তি প্রসঙ্গে ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট উদ্দিন আহমেদ বলেন, অতিসম্প্রতি পাওয়ার হাউজের দেয়াল ঘেষে গড়ে ওঠে ৮টি অবৈধ দোকান।
সিটি কর্পোরেশনের নজরে আসার পর তা ডিএসসিসি মেয়র মহোদয়কে অবহিত করলে তিনি আজকের মধ্যেই এসব অবৈধ স্থাপনা দখলমুক্ত করার নির্দেশনা দেন। এরপর কর্পোরেশন পক্ষ হতে এসব অবৈধ দখলদারদেরকে ডিএসসিসি মেয়রের সেই কঠোর বার্তা পৌঁছে দিয়ে বলা হয়, হয় আপনারা নিজেরাই এসব দখলমুক্ত করুন নতুবা ডিএসসিসি এসব অবৈধ দখল আজকেই গুড়িয়ে দেবে। মেয়রের কঠোর মনোভাব বুঝতে পেরে তখন অবৈধ দখলদারেরাই নিজ উদ্যোগে এসব অবৈধ স্থাপনা দখলমুক্ত করেন।
এদিকে ডিএসসিসি এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ১১তম দিনের চিরুনি অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান আজ অঞ্চল-২ এর ১০ নম্বর ওয়ার্ডের মতিঝিল কলোনি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আদালত অভিযানকালে আটটি স্থাপনা পরিদর্শন করেন এ সময় দুটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি মামলা দায়ের ও নগদ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযানকালে এডিস মশার বংশ বিস্তার উপযোগী দুটি স্থাপনা দেখতে পাওয়ায় স্থাপনাগুলোর মালিকদেরকে দ্রুত পরিবেশের উন্নতি সাধনের জন্য ভ্রাম্যমাণ আদালত সতর্ক করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।