আবুল কাশেম, দূরবীণ নিউজ :
দক্ষতা, ন্যায় নিষ্ঠা , সততা, আন্তরিকতা ও ভালবাসার পুরস্কার পেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মিরপুরে অঞ্চল- ৪ এর কর কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন। ডিএনসিসির মেয়রের নির্দেশে প্রশাসন কর কর্মকর্তা ছানোয়ার হোসেনকে রাজস্ব কর্মকর্তা (আরও) পদে পদোন্নতি দিয়েছেন।
ডিএনসিসির একই তারিখের একই আদেশে অপর রাজস্ব কর্মকর্তা (আরও) মনিরুজ্জামান মৃধাকেও দক্ষতা এবং ন্যায়নিষ্টার পুরস্কার হিসেবে উপ প্রধান রাজস্ব কর্মকর্তা (ডিসিআরও) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
জানা যায়, গত ২৮ জুলাই ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রীর স্বাক্ষরে জারি করা অফিস আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে। মোঃ ছানোয়ার হোসেন রাজস্ব কর্মকর্তার (আরও) পদে পদোন্নতির চিঠি পেয়ে গত গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) যথারীতি ডিএনসিসির সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করেছেন ।
ছবি- ডিএনসিসির অঞ্চল-৪ এর নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজের উদ্যোগে তার সহকর্মীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায়ী রাজস্ব কর্মকর্তা ছানোয়ার হোসেনের হাতে পুরস্কার সামগ্রি তুলে দিচ্ছেন ।
এদিকে সোমবার (১০ আগস্ট) ডিএনসিসির অঞ্চল-৪ এর নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজের উদ্যোগে ওই অঞ্চলের সহকারী প্রধান বজ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রিয় ব্যক্তি দীর্ঘীদিনের সহকর্মী রাজস্ব কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন। অনেকেই আবেগে আপলুত হয়ে পড়েেছেন। কারণ মোঃ ছানোয়ার হোসেন সবাইকে আপন করে নিয়েছিলেন। তার অধীনস্থদেরকে হাতে কলমে অফিসিয়াল কাজ কর্মের প্রশিক্ষণ দিয়েছেন। অনেকের কাছে ছানোয়ার হোসেন ছিলেন শিক্ষকরে মতো।
আরো জানা যায়, মোঃ ছানোয়ার হোসেন এই আঞ্চলিক অফিসে কর কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পর হোল্ডিং ট্যাক্স ধার্য সংক্রান্ত বেশ কিছু পুরনো এবং জটিল নথিপত্র ডিএনসিসির স্বার্থে দ্রুত নিষ্পত্তির মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধিতে সহায়তা করেছেন। যা সত্যিই প্রশংসার দাবি রাখেন। তিনি যে কোনো কঠিন পরিস্থিতিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং রাজস্ব বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে পরামর্শ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতেন বলে জানান তার সহকর্মীরা। # কাশেম