দূরবীণ নিউজ ডেস্ক:
প্রায় ৮ কিলোমিটার সড়কে এবার ভয়াবহ যানজট দেখে যাচ্ছে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাটে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ৮ কিলোমিটার জুড়ে যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন মানিকগঞ্জ ট্রাফিক পরিদর্শক মো. আবুল বাসার।
তিনি জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করায় এ যানজট দেখা দিয়েছে।
দৌলতদিয়া ঘাটে শনিবার ভোরে সব মিলিয়ে সহস্রাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়ায় যানবহনের সংখ্যা কমতে থাকে। তবে সকালে ঢাকায় থেকে ছেড়ে আসা যানবহান গুলি ঘাটে আসা শুরু করলে আবার তা বেড়ে যাবে।
ট্রাফিক পরিদর্শক মো. আবুল বাসার আরও জানান, পাটুরিয়া ঘাটে শনিবার সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট যাত্রীবাহী বাসের তেমন কোন চাপ নেই। ব্যক্তিগত কিছু গাড়ি ও যাত্রীবাহী ২০-২৫টি বাস, দুই টার্মিনালে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে। পাটুরিয়ায় যানবাহন স্বাভাবিক থাকলেও দৌলতদিয়ায় ঢাকামুখী যানবাহনগুলিকে ৭-১০ ঘণ্টা অপেক্ষা করে ফেরিতে উঠতে হচ্ছে। # কাশেম