দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনেই সুপ্রিম কোর্টের নিয়মিত নিয়মিত (আদালত) খুলে দিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে আবেদন জানানো হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ওই আবেদন প্রেরণ করেন।আবেদনে করোনাকালে আদালতে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মানাসহ বেশ কিছু প্রস্তাবনা রাখা হয়েছে।
আবেদনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির গত ৮ জুলাই অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত ৭ টি প্রস্তাবনা আপনাকে (প্রধান বিচারপতি) অবগত করা হয়। গত ২৬ জুলাই কার্যকরী কমিটির সভায় বর্তমান প্রেক্ষাপটে বিগত সভার ৭ টি প্রস্তাবনা পর্যালোচনা করে কার্যকরী কমিটি পুনরায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানানোর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে।
‘নিয়মিত আদালত চালুর বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের সুনির্দিষ্ট অভিমত জানানো হলেও এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অদ্যাবধি কোন পদক্ষেপ গ্রহন করেছেন কিনা, সে বিষয়ে আমরা অবগত নই। নিয়মিত আদালত চালুর পূর্বপ্রস্তুতি গ্রহণের বিষয়ে আমরা যেসব প্রস্তাবনা দিয়েছিলাম, তা বিবেচনাযোগ্য কিনা, তা আমরা জানতে পারিনি।’
‘অস্থায়ী ভিত্তিতে চালু থাকা ভার্চুয়াল আদালতে সময়ের সীমাবদ্ধতা, মামলা দায়ের, লিষ্টে আনা এবং আদেশ প্রেরনের ক্ষেত্রে আইনজীবীরা যেসব প্রক্রিয়াগত সমস্যার সম্মুখীন হচ্ছেন তার কোন দৃশ্যমান সমাধান আমরা পাইনি।’
তাই উক্ত আবেদনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির প্রস্তাবনার আলোকে অনতিবিলম্বে নিয়মিত আদালত চালুর বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হয়। # কাশেম