দূরবীণ নিউজ প্রতিবেদক:
গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যূ এবং নতুন আক্রান্ত ২ হাজার ৫৪৮ জন । দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৮৩৬ জন। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জনে।
শুক্রবার (২৪ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন। সারা দেশ থেকে নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৩৬১টি। পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৭টি। মোট পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৯১ হাজার ৩৪টি নমুনা।
তিনি জানান, নিহত ৩৫ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও সাতজন নারী। এর মধ্যে এর মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগের ছয়জন করে, রংপুর ও সিলেট বিভাগের চারজন করে, বরিশাল বিভাগে তিনজন ও রাজশাহী বিভাগে একজন রয়েছে।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নিহতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৮১ থেকে ৯০ বছরের তিনজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন ও ১০০ বছরের বেশি বয়সের একজন রয়েছে। # কাশেম