আবুল কাশেম, দূরবীণ নিউজ :
করোনায়: ঢাকা উত্তর কর্পোরেশনে (ডিএনসিসি) ‘ কোরবানী পশু বিক্রির ডিজিটাল হাট’ হচ্ছে ! প্রাণঘাতি করোনা ভাইরার্সের বিস্তার প্রতিরোধে এবার ১১ জুলাই দুপুর ১২-টায় ডিএনসিসির উদ্যোগে কোরবানী পশু বিক্রির অনলাইন প্লাটফর্ম ‘‘ডিএনসিসি ডিজিটাল হাট’’ উদ্ভোধন করা হবে।
এটুআই ও ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশশের সহযোগিতায় এই ই-হাটের কার্যক্রম পরিচালিত হবে বলে জানা যায়। আর এই পদ্দতিটা সম্পূর্ণ নতুন এবং জনসমাগম এড়ানোর সহজ উপায়।
শুক্রবার (১০ জুলাই) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে ‘ডিএনসিসির ডিজিটাল হাট’ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি , মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ.ম. রেজাউল করিম , তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশেনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখার রয়েছে ‘ ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শমী কায়সার।
আরো অংশ গ্রহণের কথা রয়েছে, আইসিটি ডিভিশন, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় ডিএনসিসি ডিজিটাল হাট বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তকতাদের।
উক্ত উদ্ধোধনী অনুষ্ঠান অনলাইনে লাইব সম্প্রচারিত হবে এই লিংক থেকে: https://www.facebook.com/eCommerceAB
সংবাদ মাধ্যমের প্রতিনিধির ভার্চুয়াল অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানু হয়েছে। # প্রেস বিজ্ঞপ্তি ।