দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ দলিল লেখক সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব ও মুক্তি হাউজিংয়ের মালিক আলহাজ্ব মোক্তার হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর। তিনি স্ত্রী, ৩ কন্যা ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়- স্বজন এবং শুভাকাঙ্খি রেখে গেছেন। আলহাজ্ব মোক্তার হোসেনের আকষ্মিক মুত্যুতে চারদিকে শোকের ছায়া নেমে আসে।
সোমবার (৬ জুলাই) সকাল পৌনে ৬ টায় হ্নদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন বলে তার পরিবারের সদস্যরা জানান। এরআগে রোববার দিবাগত রাতে আলহাজ্ব মোক্তার হোসেন হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে এবং হ্নদ রোগে আক্রান্ত হন। সাথে সাথে তাকে হাসপাতালে ইবনেসিনা হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান ,তিনি হ্নদ রোগে আক্রান্ত হয়েছেন।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নগরীতে একাধিক হাসপাতালে ভর্তির চেষ্ঠা করা হয়। পরে তেজগাঁও এ একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর সকাল পৌনে ৬ টায় তিনি ইন্তেকাল করেন।
আজ বাদ জোহর মিরপুর পীরেরবাগে মরহুম বাসভবন সংলগ্ন মুক্তি হাউজিং জামে মসজিদ চত্ত্বরে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আর এই নামাজে জানায় সামাজিক নিরাপত্তা বজায় রেখেই আশপাশের লোকজন অংশ গ্রহণ করেন।
এরপর কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নে উত্তর বালুর চর গ্রামে মরহুম মোক্তার হোসেনের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । এরপর মরহুম মোক্তার হোসেনকে হযরতপুর কেন্দ্রিয় কবরস্থানে দাফন করা হয়।
আলহাজ্ব মোক্তার হোসেনের প্রতিষ্ঠিত নিজস্ব বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, মুক্তি রিয়েল এস্টেট লিমিটেড ( মুক্তি হাউজিং), মুক্ত ধারা সিটি লিমিটেড, সিবি হ্যাচারি লিমিটেড। এছাড়াও তিনি রাজধানী ঢাকাসহ তার নিজের গ্রাম এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠান তৈরি করেছেন।
এদিকে খোজঁ নিয়ে আরো জানান যায়, মোক্তার হোসেন সারাজীবন বাংলাদেশ দলিল লেখক সমিতির সদস্যদের কল্যানে কাজ করে গেছেন। যারফলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সদস্যরা তাকে ঐক্যের প্রতীক মনে করতেন। এই সমিতির সদস্যরা তাকে একজন অভিভাবক হিসেবে শ্রদ্ধার সাথে দেখতেন। আজ মোক্তার হোসেনের মৃত্যুতে বাংলাদেশ দলিল লেখক সমিতির সদস্যরা একজন অভিভবকে হারিয়েছেন। আর এই অভাব সহজে পুরন হবার মতো নয়। # কাশেম