এ কে আজাদ, দূরবীণ নিউজ:
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের তিন সহযোগীর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৮ জুন) শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এ রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মফিজউদ্দিন মফি, আনোয়ার ও আরিফ। মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই হাসানুর রহমান আসামিদের আদালতে হাজির করে অস্ত্র আইনের মামলায় প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন।
এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
শনিবার (২৮ জুন) রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এর মধ্যে মফিজ পিচ্চি হেলালের সহযোগী হিসেবে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। এসময় তাদের কাছে ১৪ বোতল ফেনসিডিল, বেশ কয়েকটি অস্ত্র, রামদা, হকিস্টিক, চাপাতি জব্দ করা হয়েছে। র্যাব-২ এর বিশেষ পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দিন ফারুকী সারাবাংলাকে বলেন, ‘মফিজউদ্দিন কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হেলালের সহযোগী। #