দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনার পাশা পাশি ডেঙ্গুতে আক্রান্তে আতঙ্কে দেশ বাসী। সম্প্রতি দেশে ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এই বছরে মোট ৩১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১৩ জন।
গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, মশাবাহিত এ রোগে ২০১৯ সালে ১৭৯ জন মারা যান।
এদিকে, রাজধানীবাসীকে মশার হাত থেকে রক্ষার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬ জুন থেকে এবং দক্ষিণ সিটিতে ৭ জুন থেকে বিশেষ মশা নিধন অভিযান শুরু হয়েছে।
অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত ১৪ মে দেশের সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোকে করোনা ও ডেঙ্গু মোকাবিলার জন্য ৩০.৬৩ কোটি টাকা বরাদ্দ দেয়। # সূত্র : ইউএনবি