দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যপলো হাসপাতালে) ভর্তি হয়েছেন। বুধবার (১৭ জুন) বানিজ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান চৌধুরী তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মন্ত্রীর বুধবার করোনা টেস্টে রিপোর্ট পজেটিভ এসেছে। তবে মন্ত্রীকে তেমন অসুস্থ্য মনে হচ্ছে না। তিনি সুস্থা আছেন। করোনার তেমন কোনো লক্ষণ নেই।’
কামরুজ্জামান চৌধুরী তুহিন আরো বলেন, ‘ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে তিনি এখন বসুন্ধরা এভার কেয়ার হসপিটালে (সাবেক এ্যাপলো হাসপাতাল) ভর্তি হয়েছেন।’
প্রসঙ্গত, মহামারী করোনাভাইরাসে দেশে বুধবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জন মারা গেছেন এবং ৪ হাজার ৮ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্তসহ এখন পর্যন্ত দেশে করোনার শিকার হয়েছেন ৯৮ হাজার ৪৮৯ জন। আর মোট মারা গেছেন এক হাজার ৩০৫ জন। করোনায় নতুন যে ৪৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১৫ জন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১হাজার ৯২৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ১৮৯ জন।
বিশ্ব পরিস্থিতি: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ লাখ ৪১ হাজার ৪৩৯ জনে। এছাড়া, প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৫২ হাজার ৮৮৫ জন।
জেএইচইউর তথ্য অনুসারে, বুধবার পর্যন্ত ব্রাজিল ও রাশিয়া যথাক্রমে ৯ লাখ ২৩ হাজার ১৮৯ জন এবং ৫ লাখ ৪৪ হাজার ৭২৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে উঠে এসেছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। # সূত্র : ইউএনবি