দূরবীণ নিউজ ডেস্ক :
করোনায় উপসর্গ নিয়ে সারা দেশে এপর্যন্ত ৩৮জন চিকিৎসক মারা গেছেন। আরো অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায।
এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, গত ১৬ জুন পর্যন্ত ৩৮ চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন।
গত ১৬ জুন ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক এ কে এম মুজিবুর রহমান। এর আগে গত ১৫ জুন মারা যান আরও দুই চিকিৎসক। গত এক সপ্তাহে ১০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন নারী চিকিৎসক।
করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে একেবারে সম্মুখযোদ্ধার দায়িত্বে রয়েছেন চিকিৎসকেরা। অন্যের জীবন বাঁচাতে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তাঁরা। করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে তাঁরাও সংক্রমিত হচ্ছেন, মৃত্যুর ঘটনাও বাড়ছে। ১০ জুন থেকে ১৬ জুন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে ১০ চিকিৎসকের মৃত্যু হয়েছে।
দেশে এখন পর্যন্ত ৩৮ চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল পর্যন্ত সারা দেশে ১ হাজার ৩১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত।
মঙ্গলবার মারা যাওয়া এ কে এম মুজিবুর রহমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের ছাত্র ছিলেন। মেডিসিন বিশেষজ্ঞ মুজিবুর সরকারি চাকরি থেকে অবসরের পর সাভারের এনাম মেডিকেল কলেজেও অধ্যাপনা করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
এর আগে গত সোমবার রাতে সিএমএইচে করোনায় মারা গেছেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) সাবেক উপাচার্য এম রেজাউল করিম।
বিএমএ জানিয়েছে, এম রেজাউল করিম ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।
সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি ইউএসটিসির সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। পরে মেডিসিন অনুষদের ডিন ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
এ ছাড়া গত সোমবার ভোরে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিকিৎসক তৌফিকুন নেছা। তিনি বিসিআইসির অবসরপ্রাপ্ত অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন।
বিএমএর দপ্তর সম্পাদক শেখ শহীদ উল্লাহ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, গতকাল পর্যন্ত সারা দেশে ১ হাজার ৩১ জন চিকিৎসক, ৮৮৪ জন নার্স এবং ১ হাজার ৩৫২ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। #