দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে কর্নেল মো. নাজমুল হককে নিয়োগ দিয়েছে সরকার।
একই সাথে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এই আদেশ জারি করেছে। আদেশে কর্নেল মো. নাজমুল হককে নতুন ভাবে প্রেষণে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক নিয়োগ প্রদান এবং তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করার বিষয়টি উল্লেখ করা হয়। # কাশেম