দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনা নিয়ন্ত্রনে সরকারের নতুন করে রেড জোন ঘোষণা এবং লকডাউন করা প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, তার নির্বাচনী এলাকার মধ্যে ১৭টি এলাকার কথা শোনা যাচ্ছ। তবে ওই ১৭টি এলাকার সুনির্দিষ্ট ম্যাপ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখনো দেয়নি।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এক ভিডিও বার্তায় আতিকুল ইসলাম সুনিদিষ্ট ম্যাপ পেলেই ওই এলাকাগুলোতে লকডাউন করা হবে ।
তিনি বলেন, সুনির্দিষ্টভাবে কোন এলাকাকে রেড জোন করে লকডাউন করা হবে সে বিষয়ে জানতে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বলেছে আজ অথবা কালকের মধ্যে এ বিষয়ে জানাবে।
তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য, ভলান্টিয়ার, কাউন্সিলর, পুলিশসহ সবার সঙ্গে কথা হয়েছে। সবাই মিলে এটি বাস্তবায়ন করতে হবে। লকডাউন সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার জন্য- সবাই এতে সহযোগীতা করবে বলে আশা রাখি। #