দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রাণঘাতি করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন , ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৪ এর স্বাস্থ্য বিভাগের নমুনা সংগ্রহকারী আবদুস ছামাদ মোল্লা । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।
বুধবার (১০ মে) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডিএনসিসির অত্যন্ত নিরীহ কর্মচারী সামাদ মোল্লা। চাকরি জীবনে অত্যন্ত ন্যায় -নিষ্ঠা ও ডিউটিতে মনোযোগী ছিলেন তিনি।
কারো সাথে দেখা হলেই হাসিমুখে কথা বলতেন এবং সালাম বিনিময় করতেন তিনি। করোনা পরিস্থিতিতে অফিসের আদেশ অনুযায়ী নিয়মিত ডিউটি করতেন বলে জানা যায় । এরই মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হয়ে ছিলেন।
এদিকে আবদুস ছামাদ মোল্লার অকাল মৃত্যূতে ডিএনসিসির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: জাহাঈীর আলম , সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান ,বাংলাদেশ সিটি ও পৌরসভা শ্রমিক কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। একই সাথে মরহুম সামাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
ডিএনসিসির সূত্র মতে, আবদুস সামাদ মোল্লা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ছিলেন । তার অকাল মৃত্যূতে শুধু ডিএনসিসিই নয় , ঢাকা দক্ষিণ সিটির সাধারণ কর্মকর্তা ও কর্মচারীরাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক ও দু:খ প্রকাশ করছেন। একই সাথে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছেন। # কাশেম