দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতি করোনায় কেড়ে নিয়েছে বিএনপি ঢাকা মহানগর (উত্তর) সাধারণ সম্পাদক ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার আলহাজ্ব আহসানউল্লাহ হাসানকে । তিনি আর আমাদের মাঝে নেই। তিনি চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহে………রাজেউন।
জানা যায়, রোববার (৭ জুন) দিবাগত রাত ৯ টায় করোনায় আক্রান্ত হয়ে আহসান উল্লাহ হাসান ইন্তেকাল করেছেন। মৃত্যূকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতী- নাতনী, আত্নীয়- স্বজন এবং শুভাকাঙ্খি রেখে গেছেন। তিনি মিরপুরে দীর্ঘদিন যাবৎ রাজনীতির পাশাপাশি জনগণের সেবা করেছেন। ৬ নম্বর ওয়ার্ডে তৎকালীন নির্বাচিত কমিশনারের দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি রাজধানীর উপকণ্ঠে সাভারের মশুরিখোলা এলাকায় চর তুলা তুলিতে।
বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতাই নন,অত্যন্ত সজ্জন ব্যক্তি। এদিকে আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হচ্ছে। একই সাথে মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা মহান আল্লাহ’র দরবারে প্রার্থনা করা হচ্ছে। যাতে মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। ।# কাশেম