দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো নতু ৪২ জনের মৃত্যু হয়েছে একই সময়ে নতুন আরো ২ হাজার ৭৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা শনিবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৯ জন। মোট নমুনা পরীক্ষার ক্ষেত্রে ২০ দশমিক ৮৮ শতাংশের ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে, করোনায় নতুন যে ৪২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী সাতজন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের ৫২টি ল্যাবে ১২ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ডা. নাসিমা আরো জানান, করোনার কবল থেকে নতুন করে ৫৭৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন। সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ। #