দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রবিবার শ্রদ্ধা জানিয়েছে । রোববার (৭ জুন) ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য পুষ্প স্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান।
সাংবাদিকদের সাথে আলাপকালে ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক বলেন, ছয়-দফ বাঙালির স্বাধীনতার সনদ। করোনাভাইরাস মহামারির কারণে এবার অন্যরকমভাবে তারা দিবসটি পালন করছেন।
‘ঐতিহাসিক ছয় দফার আন্দোলন এখনও আমাদের যে কোনো সংকটকে মোকাবিলা করে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে অনুপ্রাণিত করে,’ যোগ করেন তিনি।
প্রসঙ্গত, আজ ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল ১৯৬৬ সালের এই দিনে।
বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন। ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৭ জুন আওয়ামী লীগের ডাকে পূর্ব বাংলায় হরতাল চলাকালে পুলিশ ও ইপিআর নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায়। এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, মুজিবুল হকসহ অনেকে শহীদ হন। # সূত্র -ইউএনবি