দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনায় কেড়ে নিয়েছে ফেনীর কৃতি সন্তান বিশিষ্ট ইউরোলজি চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এস এ এম গোলাম কিবরিয়াকে।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ডাঃ এস এ এম গোলাম কিবরিয়া মৃত্যুবরণ করেন, ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধ্যাপক ডাঃ এস এ এম গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি প্রকাশ করা হয়েছে।
জানা যায়, অত্যন্ত ভাল মানুষ ছিলেন তিনি। সারজীবন নানা শ্রেনিও পেশার মানুষের সেবা করেছেন। সাথে তিনি ফেনী শহরের ডাক্তার পাড়ার মনির উদ্দিন দারোগা বাড়ির বাসিন্দা। ফেনীতে এলে তিনি ফেনী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঈদ আড্ডাসহ নানাভাবে আড্ডা দিতেন। ফেনীর প্রায়ই সাংবাদিকদের সাথে পরিচিত ছিলো। ফেনীতে এলে প্রেস ক্লাবসহ সাংবাদিকদের সাথে আড্ডা দেওয়া ছিল তার রেওয়াজ।
তিনি খুবই অমায়িক ব্যবহারের অধিকারী ও পরোপকারী ছিলেন। বর্তমানে ঢাকা শমরিতা হাসপাতালে কর্মরত ছিলেন। ফেনীবাসীর চিকিৎসার সুবিধার্থে তিনি প্রতিমাসে একবার ফেনী ডায়াবেটিস হাসপাতালে রোগী দেখতেন। আল্লাহ্ ডাঃ কিবরিয়াকে বেহেস্ত নসীব করুন । # কাশেম