দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিনের মাতা জাহানারা হোসেন আর নেই। ইন্নলিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন।
বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে বারটায় তিনি রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ৫ মেয়ে, ৪ ছেলে, নাতি-নাতনি, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তার ৯ সন্তানকে উচ্চ শিক্ষিত করেছেন। তারা সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এর স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে তিনি রত্নগর্ভা মা হিসেবে সম্মাননায় ভূষিত হন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নরসিংদীর রায়পুরায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম সাখাওয়াত হোসেন ভুঁইয়ার কবরের পাশে তাকে দাফন করা হয়।
ফরিদা ইয়াসমিনের মাতা জাহানারা হোসেনের মৃত্যুতে আজ ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। নেতৃবৃন্দ বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। # কাশেম