দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার রুদ্র রাসেল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি। দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
জানা গেছে, গত শনিবার রাতে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় হামলার শিকার হন রুদ্র রাসেল। প্রজেক্টের ৮ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায় নিজেদের একটি সমিতির মিটিং শেষে নিচে নাম ছিলেন রুদ্র রাসেল। এসময় হঠাৎ করে গাড়ির গ্যারেজে অবস্থান করা সন্ত্রাসী রনিসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এদিকে রোববার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি উদ্বেগের। যা আমাদের কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান নেতৃবৃন্দ। # প্রেস বিজ্ঞপ্তি ।