দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস নগর ভবনস্হ মেয়রের অফিস কক্ষ থেকে এক ভিভিও কনফারেন্সের মাধ্যমে তাঁর ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে ঈদ শুভেচ্ছা হিসেবে ওই ৫৯নং ওয়ার্ডের হতদরিদ্র ৮০০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
সোমবার ( ১৮ মে ) দুপুর সাড়ে বারোটায় এসময় তিনি ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের সাথে কথা বলেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
গণমাধ্যমকে এই তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।
জনসংযোগ কর্মকর্তাআরো জানান, ভিডিও কনফারেন্সে মেয়র এলাকাবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে বলেন আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাভস, মাস্ক পরে সচেতন থাকবেন।
তিনি বলেন সামনে ঈদ। আমরা মহামারীর মধ্যে ঈদ উদযাপন করতে যাচ্ছি । ঈদ আমাদের জীবনের সংস্কৃতির একটা বড় অঙ্গ। তাই যে যেখানেই থাকিনা কেন ঘরে বসে হলেও আমরা আনন্দের সাথে পরিবারের সাথে ঈদ উদযাপন করবো।
এ মহামারী আমরা ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাটিয়ে উঠতে পারবো। তিনি বলেন মহামারীর মধ্যেও যেন জীবিকা যাপন করতে পারেন সেবা পান ত্রাণ পান সেজন্য কাজ করে যাচ্ছি। এই মহামারী কাটিয়ে উঠে আমরা উন্নত ঢাকা গড়ার দিকে এগিয়ে যাবো। # কাশেম।