সর্বশেষঃ
র‌্যাক স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবলে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ‘শেখ বশিরের’ বিরুদ্ধে হত্যা মামলা: বাদী নিশ্চিত নয়, উপদেষ্টা সেখ বশির আসামি বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: ড. মুহাম্মদ ইউনূস গুলশানে রাস্তা ও ফুটপাতের ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ জন আটক বন্যায় ক্ষতবিক্ষত রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক , জনভোগান্তি ১২০ টাকায় পুলিশের টিআরসি নিয়োগ: পুলিশ সুপার ফরিদপুর পদ্মাসেতু থেকে শরীয়তপুর  সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবীতে মানববন্ধন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১,৩১,৩৭৬ জন জিপিএ-৫ পেয়েছে ‘সরকারি প্রকল্পে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে’
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

১৩ মে ডিএনসিসির মেয়রের দায়িত্ব নিচ্ছেন আতিকুল ইসলাম , ভারমুক্ত হচ্ছেন জামাল মোস্তফা

আবুল কাশেম ,দূরবীণ নিউজ :
এবার ভারমুক্ত হতে যাচ্ছেন করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত নগরবাসী সেবায় নিয়োজিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা।

আগামী ১৩ মে (বুধবার) অফিসিয়ালভাবে ডিএনসিসির নব নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা। তবে করোনা পরিস্থিতির কারণে এবার জাকজমক কোনো অনুষ্ঠান ছাড়াই মেয়রের দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছেন ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা।

অনলাইন নিউজ পোটাল ‘ দূরবীণ নিউজ টোয়েন্টিফোর ডটকমকে’ এই তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা ।
তিনি আরো জানান, ২০১৫ সালে ১৪ মে তৎকালীন নির্বাচিত মেয়র আনিসুল হক ডিএনসিসির নব নির্বাচিত সাধারণ ৩৬টি ওয়ার্ডের ৩৬ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ১২ জন নারী কাউন্সিলরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রথম বোর্ড সভা করে ছিলেন ।

কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালে ১৪ মে , ডিএনসিসির নব নির্বাচিত সাধারণ ৫৪টি ওয়ার্ডের ৫৪ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ১৮ জন নারী কাউন্সিলরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বোর্ড সভা করা হচ্ছে না।

পরে সুযোগ মতো নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম ডিএনসিসির নব নির্বাচিত সব ওয়ার্ড কাউন্সিলরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বোর্ড সভা করবেন।ছবিতে- ডিএনসিসির নব নির্বাচিত মেয়র মো. অতিকিুল ইসলাম ও ভারপ্রাপ্ত মেয়র  জামাল মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নগরীতে কাঁচাবাজার পরিদর্শন করছেন

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর  মো. জামাল মোস্তফা দুই দফা ডিএনসিসিতে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করলেন। তবে এতোদিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি  নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলামের সাথে পরামর্শ করতেন। বলতে গেলে আপন ভাইয়ের মতো সবকিছু আলোচনা করেছেন ঢাকা উত্তরের এই দুই মেয়র। এমনকি করোনাভাইরাস পরিস্থিতিতেও রাজপথে তাদের দুইজনকে একত্রে কাজ করতে দেখা গেছে।

প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা প্রথম দফায় গত ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৬ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন । আর দ্বিতীয় দফায় গত ৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে ডিএনসিসির ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান। গত ৬ ফেব্রুয়ারি  গুলশানে নগরভবনে ভারপ্রাপ্ত মেয়র ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই , সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া এবং বিভাগীয় প্রধানসহ কর্মকর্তাদের নিয়ে সংক্ষিপ্ত বৈঠক করেন।

আরো জানা যায়, ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনকালে জামাল মোস্তফা ডিএনসিসিতে বেশ জনপ্রিয় ও কর্মকর্তা-কর্মচারী বান্ধব বলে সুনাম অর্জন করেছেন। ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর মো. জামাল মোস্তফা।

উল্লেখ্য যে, গত ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণে মেয়র পদে ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হয়েছে।

পরে ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তরের মেয়র আতিকুল ইসলামকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দুই সিটির সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

কিন্তু এই মেয়র হিসেবে তারা শপথ নিলেও আইনের মারপ্যাচে কারণে তারা এতাদিন মেয়রের দায়িত্ব গ্রহণ করতে পারেননি। আইনে বলা আছে আগের নির্বাচিত মেয়রের প্রথম বোর্ড সভার দিন থেকে টানা ৫ বছর অতিবাহিত না হওয়া নবনির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন না ।
যার ফলে আগামী ১৩ মে ঢাকা উত্তরে নব নির্বাচিত মেয়র মো. অতিকিুল ইসলাম এবং ১৭ মে দক্ষিণে নব নির্বাচিত মেয়র
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অফিসিয়ালভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12