দূরবীণ নিউজ প্রতিবেদক
প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে প্রচন্ড জ্বর ,কাশি ও শ্বাস কষ্টে মৃত্যুবরণ করেছেন দুর্নীতি দমন কমিশনের ( দুদক) প্রধান সহকারী খলিলুর রহমান । ইন্নাহ লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজেউন । মৃতকালে তিনি স্ত্রী, সন্তান এবং অনেক আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
শনিবার (৯ মে) দুপুর ১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত দুদক কর্মচারী খলিলুর রহমান মারা যায়। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত প্রধান সহকারী খলিলুর রহমান করোনা পজেটিভ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার বাসা ডেমরা এলাকায়। খলিলুর রহমান বেশ কয়দিন যাবৎ বাসায় অসুস্থ ছিলেন।
আজ শানিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুর ১ টায় কর্তব্যরত চিকিৎসক খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং দুদকের কর্মকর্তারা তাদের কর্মচারী খলিলুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
দুদক বিটের রিপোর্টারদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র্যাক) সভাপতি মোরশেদ নেমান, সাধারণ সম্পাদক আদিত্য আরাফাত, সহ সভাপতি আবুল কাশেমসহ কমিটির কর্মকর্তারা মরহুম খলিলুর রহমানের অকাল মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন। একইসাথে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। # কাশেম