দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ৭ মে ( বৃহস্পতিবার ) দিবাগত রাত পৌণে ১১টার দিকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে করোনা উপসর্গ নিয়ে মারা যান তিনি। তবে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারন হৃদরোগ বলে উল্লেখ করা হয়।
পরিবারের সদস্যরা জানান, আসলাম রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসাও নিয়েছেন। বেশ কয়েকদিন ধরে বাসায় জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উগসর্গ দেখা দিলে গত সোমবার তিনি করোনা টেস্টের নমুনা দিয়েছিলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে।
বুধবার তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ জানিয়েছিলো হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে আসলাম রহমানের বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আসলাম রহমান একজন কবিও। ‘জ্যোস্নার শহরে একা’ নামে তার একটি কাব্যগ্রন্থ রয়েছে। এ ছাড়া সাংবাদিকতা শুরুর আগে তিনি গানও করতেন। ‘যখনই আকাশ দেখবে, দেখবে তারারা ভাসছে’ নামে তার একটি গানের অ্যালবামও রয়েছে।
শুক্রবার (৮ মে) জুম্মার নামাজের পর মাদারীপুরের কালকিনীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আসলাম রহমানের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী আজ শুক্রবার এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে নেতৃবৃন্দ তার এই অকাল মৃত্যু যেন পরিবারের সদস্যরা সইতে পারেন, সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।