দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫টি ওয়াটার বাউজার গাড়ীতে করে ডিএনসিসির বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, ডিএনসিসির নবনির্বাচিত মেয়র মোঃ আতিকুল ইসলাম এবং প্যানেল মেয়র মোঃ জামাল মোস্তফা মিরপুর স্টেডিয়াম গেইট, ওয়ার্ড নং- ৭ এলাকায় ওয়াটার বাউজার গাড়িতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিদর্শন করেন। এই সময় স্থানীয় ওয়ার্ড কাইন্সলর এবং ডিএনসিসির কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, বৃহস্পতিবার ব্লিচিং মিশ্রিত পানির ৫টি গাড়ি ডিউটির স্থানের নাম এরং দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বর দেওয়া হয়েছে।
১ । গাড়ি ০০৯২
শাফিন 01715578084
স্থান:-উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল, আশকোনা এলাকা।
২। গাড়ি ০০৮৮
কামাল 01716038691
স্থান:-মিরপুর টোলারবাগ, কল্যাণপুর এলাকা।
৩ । গাড়ি ০০৯০
ইসরাফিল 01625665835
স্থান:-মিরপুর ওয়ার্ড নং ০৭ শিয়ালবাড়ি, রূপনগর এলাকা।
৪ । গাড়ি ০০৮৯
হাসান 01847411061
স্থান:-মিরপুর 7 নাম্বার ওয়ার্ডে ব্যাকআপ হিসাবে থাকবে পরবর্তীতে বাংলা মোটর ও গুলশান এরিয়ায় কাজ করবে।
৫ গাড়ি ০০৯৩
হোসেন 01922335972
স্থান:-আগারগা তালতলা, শ্যামলী কলেজ গেট এলাকা। # প্রেস বিজ্ঞপ্তি