দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশে ভ্রমণ প্রিয় ও সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে ‘জার্নালিষ্টস ফোরাম ফর প্রমোটিং টুরিজম’ (জেএফপিটি) নামে ২১ সদস্যের একটি কমিটি । আর এই কমিটির সভাপতি হলেন দৈনিক ইত্তেফাকের প্রধান প্রতিবেদক আবুল খায়ের, সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার শাহীন আলম এবং সিনিয়র সহ-সভাপতি বার্তা সংস্থা ইউএনবি’র চীফ ক্রাইম রিপোর্টার লায়ন মুহম্মদ জাহাঙ্গীর আলম।
শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীর অভিজাত এক রেস্তোরায় আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি কবির আহমেদ খান (বাসস),যুগ্ম সম্পাদক শরীফ মজিব (ভয়েস অব আমেরিকা), সাংগঠনিক সম্পাদক এম উমর ফারুক ( স্বদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক আবু হেনা আখতার হোসেন (সিটিজেন টাইমস), দপ্তর সম্পাদক বাতেন বিপ্লব ( এশিয়ান টিভি), আন্তর্জাতিক সম্পাদক এম এমবাদশা (বাংলাটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান (দৈনিক জবাবদিহি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী শহীদুল আলম (আজকালের খবর ) ও সমাজ কল্যান সম্পাদক জিলানী মিলটন (নয়াদিগন্ত)।
কার্যনির্বাহী সদস্য হলেন- আবুল হোসেন(নিউজ টাইমস), দীপু সারোয়ার (একুশে টিভি),আলাউদ্দিন আরিফ (দেশ রুপান্তর), আসাদুজ্জামান বিকু (পূর্বাঞ্চল) দীপক আর্চায (দি ইন্ডিপেন্ডন্ট),নুরুল ইসলাম হাসিব (বাংলাদেশ পোস্ট),নাদিয়া শারমিন (একাত্তর টিভি), অন্তরা বিশ্বস (নিউজ টুয়েন্টি ফোর), রাব্বী ইবনে সিদ্দিকী (যমুনা টিভি)।
কমিটির উপদেষ্টারা হলেন:
রফিকুল ইসলাম রতন ( সম্পাদক স্বদেশ প্রতিদিন), মোল্লা আমজাদ (এনার্জি এন্ড পাওয়ার), ফারুক আহমেদ তালুকদার ( সম্পাদক আজকালের খবর), রিমন মাহফুজ ( সংবাদ প্রতিদিন), ইকবাল করিম নিশান ( জিটিভি) ইসারফ হোসেন ইশা ( দি ডেইলী সান). মাহমুদ হাফিজ (ভ্রমণ গদ্য) এবং সাইফুল ইসলাম মন্টু (আজকালের খবর)। /