দূরবীণ নিউজ প্রতিবেদক :
র্যাব-৩ এর অভিযানে রাজধানীর সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় মুনস্টার মার্কেটিং প্রাঃ লিঃ থেকে আনুমানিক ৯০ লাখ টাকার অনুমোদন বিহীন ও নিম্মমানের পারফিউম, নকল সনি ব্রাভিয়া টিভিসহ ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ এবং উক্ত প্রতিষ্ঠানের মালিকসহ ৭ ব্যক্তি গ্রেফতার করা হয়েছে। একইসাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
৩ সেপ্টেম্বর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত জঙ্গি, সাইবার ক্রাইম, সন্ত্রাসী, ছিনতাইকারী, মানবপাচারকারী, চাঁদাবাজ, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ী, প্রতারক চক্র, ভেজাল বিরোধী অভিযান এবং চা ল্যকর অভিযান ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন যাবৎ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বিহীন নিম্মমানের পারফিউম, নকল সনি ব্রাভিয়া টিভিসহ ইলেকট্রনিক্স সামগ্রী তৈরী করে নামিদামি ব্র্যান্ডের (সনি ব্রাভিয়া টিভি, ফগ পারফিউম) কোম্পানীর লোগো ব্যবহারের মাধ্যমে বাজারজাত করে সাধারণ জনগণের সাথে প্রতারণা করে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার সময় ঢাকা মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মুনস্টার মার্কেটিং প্রাঃ লিঃ পরিচালনা করা হয়।
অভিযানকালে ওই মার্কেটের মালিক ১) মোঃ বেলায়েত হোসেন ও তার সহযোগী, ২) মোঃ মাইনুল ইসলাম, ৩) মোঃ আমিনুল ইসলাম, ৪) মোঃ সোহাগ, ৫) মোঃ সিরাজুল ইসলাম, ৬) মোঃ কাওসার এবং ৭) মোঃ রাজিব সেনিয়াবাদকে গ্রেফতার করা হয়।
উক্ত আসামীদের গোডাউন তল্লাশী করে বিপুল পরিমাণ নকল কসমেটিক্স এবং নকল সনি ব্রাভিয়া টিভি (যার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
আটক আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ নিম্মমানের পারফিউম, নকল সনি ব্রাভিয়া টিভি এবং বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স সামগ্রী তৈরী করে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে বাজারজাতকরণের মাধ্যমে সাধারণ জনগণের সাথে ব্যপকভাবে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে যা রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির কারণ ও বটে। # প্রেস বিজ্ঞপ্তি ।