দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকাধীন গৃহ করদাতাদের জন্য বকেয়াসহ ২০২০-২০২১ অর্থবছরের ৪ কিস্তির হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করা হলে ওই ৪ কিস্তির টাকার উপর ১০% রিবেটের/রেয়াতের সময় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এছাড়া ব্যবসায়ীগণের জন্য সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমাও আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএনসিসির জনসংযোগ বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে বকেয়াসহ ২০২০-২০২১ অর্থবছরের ৪ কিস্তির হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধকারীরা এসুবিধা পাবেন। করোনা পরিস্থিতিতে নগরবাসীর সুবিধার্থে ডিএনসিসির মেয়র এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ফলে হোল্ডিং ট্যাক্স প্রদানকারীরা ১০% রিবেট পাচ্ছেন এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। ডিএনসিসির পক্ষ থেকে ঘোষিত সুবিধাটি গ্রহণের জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে। #