দূরবীণ নিউজ প্রতিবেদক:
১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করা ও সনদধারী ২৫৩ জনকে শূন্য পদের বিপরীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ কেনো দেওয়া হবে না, জবাব চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
উচ্চ আদালত এইক সঙ্গে আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলেছেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আজ আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন- অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্ মিয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন- সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নাছিমুল ইসলাম রাজু।
আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া গণমাধ্যমকে বলেন, ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ১৩তম শিক্ষক নিবন্ধন সনদধারীদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ থাকলেও এনটিআরসি তা বাস্তবায়ন করছেন না। যারফলে নিয়োগ প্রার্থীদের পক্ষে কয়েকজন হাইকোর্টে রিট আবেদন করেন।
রিট আবেদনকারীদের শূন্য পদের বিপরীতে নিয়োগের নির্দেশনা বিষয়টি শুনানি নিয়ে আদালত এই রুল জারি করেন। তিনি আরো জানান, রিটকারীরা হলেন- মো. সুমন, মো. সাইফুল্লাহ্, মো. আব্দুল জলিল, মো. গোলজার হোসেন, মো. দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, রাহাতুল আশিকিন, মো. সোহেল, ফারুকুল ইসলাম, জসিম উদ্দিন, মো. বিল্লাল হোসেন, রাজিব রঞ্জন দাস, শহিদ আলম, কামরুন নাহার, মো. হাবিবুর রহমান, মো. জসিম উদ্দিন, জেসমিন আক্তার, রেজাউল করিম, মংশে মারমা, গোবিন্দ চন্দ্র দাসসহ ২৫৩ জন।/