সর্বশেষঃ
র‌্যাক স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবলে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ‘শেখ বশিরের’ বিরুদ্ধে হত্যা মামলা: বাদী নিশ্চিত নয়, উপদেষ্টা সেখ বশির আসামি বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: ড. মুহাম্মদ ইউনূস গুলশানে রাস্তা ও ফুটপাতের ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ জন আটক বন্যায় ক্ষতবিক্ষত রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক , জনভোগান্তি ১২০ টাকায় পুলিশের টিআরসি নিয়োগ: পুলিশ সুপার ফরিদপুর পদ্মাসেতু থেকে শরীয়তপুর  সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবীতে মানববন্ধন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১,৩১,৩৭৬ জন জিপিএ-৫ পেয়েছে ‘সরকারি প্রকল্পে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে’
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

২০৬ জন করোনায় আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়ায়

দূরবীণ নিউজ ডেস্ক :
২০৬ জন করোনায় আক্রান্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।
বৃহস্পতিবার (৪ জুন) নতুন করে জেলায় একজন চিকিৎসক, আক্রান্ত এক চিকিৎসকের ছয় বছরের মেয়ে, দুজন কনস্টেবলসহ ৩৪ জনের করোনা শনাক্ত হয়। বর্তমানে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ২০৬।

এর আগে গত মঙ্গলবার জেলায় দুজন স্বাস্থ্যকর্মী, একজন নার্স, চার পুলিশ সদস্যসহ ৪০ জন করোনায় আক্রান্ত হন। এটিই জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। অর্থাৎ গত তিন দিনে ৭৩ জন এবং গত সাত দিনে ৯১ জন করোনায় আক্রান্ত হন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭২ জন।

১১ এপ্রিল জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত কমিটি ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন ঘোষণা করে। সেদিন থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় কোভিডে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হয়। ২৪ এপ্রিল জেলা সার্কিট হাউসে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটি ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ৫০ শয্যার আইসোলেশন কেন্দ্র করার সিদ্ধান্ত নেয়।

পরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে করোনা রোগীদের চিকিৎসার জন্য আরও ১০০ শয্যার আইসোলেশনের অনুমোদন হয়। এ ছাড়া জেলার নাসিরনগর উপজেলার ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ৫০০ জনের ধারণক্ষমতাসম্পন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলার পৌর ডিগ্রি মহাবিদ্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার করার চিন্তা করছে জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত কমিটি।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় ৫ জন চিকিৎসক, ১ জন সাংবাদিকসহ ২০৬ জন করোনায় সংক্রমিত। তাঁদের মধ্যে মারা গেছেন ৩ জন, সুস্থ হয়েছেন ৭২ জন।

গত ৯ দিনে জেলায় করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। রোগীর সংখ্যা বাড়লেও সামাজিক দূরত্ব ও লকডাউন—কোনোটাই মানছেন না সাধারণ মানুষ।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলছেন, এখন উপসর্গবিহীন কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বাইরে থেকে আসা মানুষের তথ্য পেলেই যথাযথভাবে হোম কোয়ারেন্টিন (সঙ্গনিরোধ) নিশ্চিতের চেষ্টা করছেন। তবে সবার আগে মানুষের সচেতন হওয়া জরুরি বলে তাঁরা মনে করেন। সচেতনতাই পারে এর সংক্রমণ কমিয়ে আনতে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12