দূরবীণ নিউজ প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে এবার জাকজমকভাবে পালিত হয়েছে ১৪তম জাতীয় আয়কর দিবস ৩০ নভেম্বর। রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয় এবং ৩১টি কর অঞ্চল সুসজ্জিত করা হয়েছে। কারণ এনবিআরসহ প্রতিষ্ঠানটির ৩১টি কর অঞ্চলে একযোগে দিবসটি উদযাপন করা হয়েছে।
এনবিআর-এর প্রধান কার্যালয়সহ ৩১টি কর অঞ্চলের কার্যালয়কে নানা শ্লোগানে লেখা ব্যানার, জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ও প্রধানমন্ত্রীর ছবি, ফেস্টুন, প্লেকার্ড এবং বঙিন বেলুনে সাজানো হয়েছে। গত দুই দিন ধরে সাজানো হয়েছে এসব কার্যালয়ের ভেতর ও আঙ্গিনা।
তবে এবারের জাতীয় আয়কর দিবসের প্রতিপাদ্য বিষয় রয়েছে,‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর’। আর এ শ্লোাগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) ১৪তম জাতীয় আয়কর দিবস উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বেলা ১১ টায় জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় আয়কর দিবসের উদ্বোধন করেন।
ওই সময় উপস্থিত ছিলেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম,এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন, এনবিআর-এর সদস্য মো. আলমগীর হোসেন, মো. মাসুদ সাদিক ও সামস উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ সহ এনবিআর’এর ঊর্ধ্বতন কর্মকর্তা।
২০০৮ সাল থেকে দেশে প্রতিবছর আয়কর দিবস পালিত হচ্ছে। আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিবসটি পালিত হত। তবে ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর। ৩০ নভেম্বর ব্যক্তি শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ারও শেষ দিন।
চলমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতিতে জনসমাগমের ঝুঁকি বিবেচনায় আয়কর দিবসে র্যালি করছে না এনবিআর। তবে দিবসটি উপলক্ষে সব আয়কর অফিস সাজানো হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় আয়কর দিবসে বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা করেছে। টেলিভিশন চ্যানেলগুলোও বিশেষ আয়োজন চলছে।
#