দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামী ১১ মার্চ বুধবার ২৭ শে ফাল্গুন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বেত্রাশিন গ্রামে শ্রী শ্রী রাধাকৃষ্ণ নন্দলাল মন্দির প্রাঙ্গনে শ্রীমদ্ভাগবত পাঠ, শ্রী শ্রী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে।
১১ই মার্চ বুধবার শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে মহানামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে এবং শেষ হবে শুক্রবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তনের মাধ্যমে।
নামসূধা পরিবেশন করবে বেত্রাশিন মির্জাপুরের গৌর সম্প্রদায়, চন্ডীপুর ধামরাই এর পাগল সম্প্রদায়, নগরভাতগ্রাম মির্জাপুরের গৌরহরি সম্প্রদায়, নলুয়া সফিপুরের হরিভক্ত সম্প্রদায়, চাকলেশ্বর মির্জাপুরের গৌরাঙ্গ সম্প্রদায় এবং বেরশ, ধামরাই এর গৌর নিতাই সম্প্রদায়।
লীলাকীর্তন পরিবেশন করবে বগুড়ার শ্রী দুলাল মহন্ত ওরফে পাগলা দুলাল, ঢাকা নবাবগঞ্জের শ্রীমতি শ্যামলী চক্রবর্তী ও বগুড়া নন্দীগ্রামের শ্রীমতি শেফালী মহন্ত।
মন্দিরের সভাপতি প্রবীণ শিক্ষক শ্রী ধর্মলাল গোপ বিশ্ব শান্তি কামনার্থে মহানাম যজ্ঞানুষ্ঠানে যোগ দিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে যোগ দিতে আবেদন জানিয়েছেন। # প্রেস বিজ্ঞপ্তি