দূরবীণ নিউজ প্রতিনিধি:
রাজধানীর মিরপুরের হযরত শাহ আলী (হযরত শাহ আলী বোগদাদী রহ. মাজার শরীফ) মাজারের ৭৫ বিঘা জমি উদ্ধারে জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুলসহ আদেশ জারি করেছেন হাইকোর্ট। বর্তমানে মাজার কমিটির তদারকিতে দোকান মালিকদের অবৈধ ভোগদখলে রয়েছে ওইসব জমি। উচ্চ আদালতের রুলে বর্তমান মাজার কমিটি বাতিলের নির্দেশ কেনো দেওয়া হবে না,তার জবাব চাওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে হাইকোর্টের দ্বৈত বে এ আদেশ দেন। আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এন এ এম আব্দুর রাজ্জাক। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন শিকদার ও খালেকুজ্জামান।
রিটকারী আইনজীবী জানান, ধর্ম মন্ত্রণালয়ের আদেশে ১৮ নভেম্বর বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় এ কমিটি গঠন করা হয়েছে। মিরপুর শাহ আলী মাজারের ওয়াকফ সম্পত্তি রয়েছে ৭৫ বিঘা। এসব সম্পত্তি ভোগদখল করছেন মাজার কমিটির তদারকিতে দোকান মালিকরা।
তিনি আরও বলেন, মিরপুর হযরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজার পরিচালনার জন্য দুই বছর মেয়াদি ২৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ২০২১ সালের ১৮ অক্টোবর। কমিটিতে রয়েছে, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুকে সভাপতি, এ কে এম দেলোয়ার হোসেন ও এবিএম মাজহারুল আনামকে সহ-সভাপতি এবং আবুল কাশেম মোল্লা, ইসমাইল হোসেন, এম এ গফুর, কাজী টিপু সুলতান, এসএম হানিফ, এম এ সেলিম খান, বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, মোহাম্মদ উল্লাহ কায়সার, তফাজ্জল হোসেন টেনু, আবু বকর সিদ্দিক, শামসুল হক, রেজাউল হক ভূঁইয়া বাহার, মো. আলাউদ্দিন, তৌহিদুল ইসলাম, মুহিত খান, মিজানুর রহমান শিপন, জহিরুল ইসলাম, শামসুল আলম ভাÐারি, আরিফুল ইসলাম বাবু, হাজী আলমগীর হোসেন ও মাওলানা ওমর ফারুক। # কাশেম