দূরবীণ নিউজ প্রতিবেদক :
আমদের সমাজে নিম্মমধ্যবিত্ত শ্রেনির লোকের সংখ্যা একেবারে কম না। আর এই শ্রেনির লোকজন খাবারের জন্য সরাসরি কারো কাছে হাত পাততে পারেন না। আবার কষ্ট সহ্য করতে গিয়েও জীবনের বারোটা বাজে। চক্ষু লজ্জায় কারো কাছে চাইতেও পারেন না। কিন্তু সমাজের এই শ্রেনির লোকের সমস্যা সবচেয়ে বেশি হচ্ছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে এই শ্রোনর লোকজনের অবস্থা আরো বেশি জটিল হচ্ছে।
অবশেষে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এবার একটা উদ্যোগ গ্রহণ করেছেন। আর তা হলো, যারা লোকলজ্জার ভয়ে ডিএসসিসির বিতরনকৃত খাদ্যসামগ্রী সরাসরি গ্রহণ করতে পারছেন না। তারা সমাজের অসহায় ও দুস্হ পরিবারের সাথে দাঁড়িয়ে খাবার গ্রহণে অস্বস্তি বোধ করছেন।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান,
কেবলমাত্র যারা লোকলজ্জার ভয়ে খাদ্য গ্রহণ করতে পারছেন না, ডিএসসিসি হটলাইনে প্রাপ্ত ওই পরিবারের নামের তালিকা ও ঠিকানায় খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন। ইতোমধ্যে সীমিত/ স্বল্প পরিসরে গৃহীত হটলাইন কার্যক্রমের উদ্বোধন এবং ৯টি ওয়ার্ডের কাউন্সিলদের হাতে খাদ্যসামগ্রী বিতরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবার ( ৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় ডিএসসিসির নগর ভবন প্রাঙ্গণে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন হটলাইন কার্যক্রম উদ্বোধনসহ ৯ টি ওয়ার্ডের কাউন্সিলদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেবেন। কারণ যারা জনসমক্ষে উপস্থিত হয়ে খাদ্যসামগ্রী গ্রহনে লজ্জাবোধকারীদের ঠিকানায় খাবার পৌঁছে দেবেন কাউন্সিলরের লোকজন। # কাশেম
কই আমরা ফোন করলাম দুইদিন হলো,এখনও অপেক্ষায় আছি ! আসবে তো ? ফোন ঃ ০১৭২০৫৩৭০৯১ -ward no: 41