দূরবীণ নিউজ প্রতিবেদক :
হটলাইনে ফোন কল পেয়ে নগরীর ৬১১ জনের বাসায় নিত্যপ্রয়োজনীয় খাবার পৌঁছে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শনিবার (৪ এপ্রিল ) বিকেলে আনুষ্ঠানিকভাবে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন হটলাইন নম্বরগুলোতে প্রাপ্ত কলের ভিত্তিতে খাবার পৌঁছে দেয়া কার্যক্রমের উদ্বোধন করেন।
মেয়র খোকন বলেন, সরকারি ছুটি গার্মেন্টস মালিকরা মানছেন না। ফলে সরকারের পক্ষ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ছুটির বিষয়টি পুন: বিবেচনার জন্য বানিজ্য মন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।
মেয়র বলেন, গতকাল শুক্রবার থেকে সিটি করপোরেশনের হটলাইন নম্বর ০১৭০৯৯০০৭০৩, ০১৭০৯৯০০৭০৪ এ আসা নগরবাসীর অনুরোধ পেয়ে আজ এসব খাবার পৌঁছে দেয়া হয়।
লোক লজ্জার ভয়ে যারা লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহে অস্বস্তি বোধ করছেন তাদের জন্য সীমিত পরিসরে এ ব্যবস্থা গ্রহণ করেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ।
মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মী শহরে প্রবেশ করছে। এর ফলে করোনা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হবে । এমন কি অনেক নাগরিক ফোন করে ডিএসসিসির মেয়রকে অবহিত করেছেন।
আজ শনিবার বিকেলে নগর ভবনে হটলাইনে সীমিত আকারে লোকলজ্জার ভয়ে খাবার গ্রহণে অস্বস্তিবোধকারীদের জন্য খাবার পৌঁছে দেওয়া কার্যক্রমের উদ্বোধনকালে এ আহবান জানান।
লোক লজ্জার ভয়ে যারা লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহে অস্বস্তিবোধ করছেন তাদের জন্য সীমিত পরিসরে এ ব্যবস্থা গ্রহন করেছেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন । হটলাইন নম্বর হলো: ০১৭০৯৯০০৭০৩ , ০১৭০৯৯০০৭০৪ । # কাশেম