দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ০১ জানুয়ারি ২০২২ তারিখে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর নবনির্বাচিত ১৫তম কার্যনির্বাহী পরিষদ দায়িত্বভার গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের শুরু থেকেই ১৫তম কার্যনির্বাহী পরিষদ ‘স্বচ্ছ এবং জাবাবদিহিতা মূলক বিআইপি’ গড়তে বদ্ধপরিকর।
১০ জুন (শুক্রবার), সন্ধ্যায় বিআইপি-র ১৫তম কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘মিট দ্য মেম্বারস’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিআইপি’র সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন এর সঞ্চালনায় বিআইপি-র ১৫তম কার্যনির্বাহী পরিষদ এর কার্যক্রম সমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন, সম্মানিত সদস্যগনের সরাসরি প্রশ্নোত্তর পর্ব, ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি এই অনুষ্ঠানের অন্তভূর্ক্ত ছিল ।
উক্ত অনুষ্ঠানে বিআইপির সাধারণ সম্পাদক, পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান তার উপস্থাপিত প্রতিবেদনে ১৫ তম কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন । এছাড়াও তিনি এসময় ১৫তম কার্যনির্বাহী পরিষদ এর কার্যক্রম সমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং চলমান কার্যক্রমের একটি সংক্ষিপ্ত চিত্র উপস্থিত সদস্যদের সামনে উপস্থাপন করেন।
পরবর্তীতে বিআইপি’র কার্যনিবাহী পরিষদের সাথে উপস্থিত সদস্যদের সরাসরি প্রশ্নোত্তর পর্ব অনুস্থিত হয়। এসময় উপস্থিত সদস্যগণ বর্তমান নির্বাহী পরিষদের চলমান কার্যক্রমে সন্তোষ প্রদান করেন। এসময় সদস্যগণ চলমান কার্যক্রমের উত্তরোত্তর সফলতা প্রত্যাশা করেন এবং কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির জন্য সুচিন্তিত পরামর্শ প্রদান করেন। একইসাথে এসময় সদস্যদের মধ্য থেকে বিআইপি’র চলমান কার্যক্রমসমূহ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয় যার সুস্পষ্ট ব্যাখ্যাসহ বিআইপির সম্মানিত সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন উত্তর প্রদান করেন।
সমাপণী বক্তব্যে বিআইপি’র প্রতিষ্ঠাতা সভাপতি পরিকল্পনাবিদ ডঃ গোলাম রহমান ২০২২ সালের বি আই পির নতুন সদস্যদের অভ্যর্থনা জানান এবং সকলকে ধৈর্য্য সহকারে আজকের অনুষ্ঠান উপভোগ করার জন্য ধন্যবাদ জানান। পরিশেষে তিনি বিআইপির সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।