সর্বশেষঃ
১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা   সেনাবাহিনী নেপালের  নিয়ন্ত্রণ নিয়েছে  নেপালে আটকে পড়ছে বাংলাদেশি খেলোয়াড়সহ পর্যটকরা  ডাকসুর নির্বাচনে শিবিরের  ভিপি ১২১০৬ ভোট ,ছাত্র দলের ভিপি ৪৯১৫ ভোট এবার ডাকসুর ভোট গণনায় ১৪ মেশিন উৎসবমুখর পরিবেশে সকাল ৮টায় ডাকসুর ভোট গ্রহণ শুরু হচ্ছে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ডিএনসিসিতে শ্রমিক কর্মচারী ইউনিয়নের দোয়া অনুষ্ঠান ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন, আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন আনতেই জান বের হয় এবার শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের উপর সাইবার অ্যাটাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাইবার অ্যাটাক নিয়ে জরুরি সংবাদ সম্মেলন
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

সুষম যোগাযোগ ব্যবস্থা গড়তে রেলপথের উন্নয়ন ঘটানো হচ্ছে: রেলপথ মন্ত্রী

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সকল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা দরকার। সুষম যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই রেল কে এখন ঢেলে সাজানো হচ্ছে।

শনিবার (২০ মার্চ) রেলপথ মন্ত্রী ঢাকার একটি হোটেলে চ্যানেল আই আয়োজিত দিনব্যাপী কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনার অংশ হিসেবে “বাংলাদেশ রেলওয়ে লক্ষ্য ২০৪১” বিষয়ের উপর আলোচনায় এসব কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, একটি যাত্রীবান্ধব ও আন্তর্জাতিক মানের রেল যোগাযোগ ব্যবস্থা তৈরীর লক্ষ্যে রেলওয়েতে বেশ কিছু প্রকল্প নেয়া হয়েছে। রেলমন্ত্রী উল্লেখ করেন সকল জেলার সাথে রেলসংযোগ তৈরীর উদ্যোগ নেয়া হয়েছে। মিটার গেজ লাইন কে ব্রডগেজ লাইন এ রূপান্তরিত করা হচ্ছে, সিঙ্গেল লাইনকে পর্যায়ক্রমে ডাবল লাইনে রূপান্তর করা হবে।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে রেলপথ স্থাপনের জন্য অভ্যন্তরীণ সক্ষমতা বিকাশ ঘটানো হচ্ছে। পদ্মা রেল লিংক প্রকল্প এর মাধ্যমে ঢাকা এবং যশোরের মধ্যে সংযোগ স্থাপিত হচ্ছে। বঙ্গবন্ধু রেল সেতু নির্মিত হচ্ছে। আখাউড়া-লাকসাম ডাবল লাইন তৈরি হচ্ছে । ভারত ছাড়াও নেপাল, ভুটান, চীনের সাথে রেলপথের মাধ্যমে আমরা যুক্ত হচ্ছি ।

মন্ত্রী বলেন, রেলওয়েতে একসময় লোকবল নিয়োগ বন্ধ রাখা হয়েছিল। লোকবল কমতে কমতে বর্তমানে ২৫ হাজারে নেমে এসেছে অথচ স্বাধীনতার পরে জনবল কাঠামো ৬৮০০০ ছিল। আমরা নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি।

স্টেশনগুলোতে অ্যাক্সেস কন্ট্রোল করা হচ্ছে। হাই স্পিড ট্রেন তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি। ইলেকট্রিক ট্রাকশন রূপান্তরের প্রকল্প নেয়া হচ্ছে। এভাবে রেল কে ঢেলে সাজানোর জন্য বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে।

মন্ত্রী এ সময় আরও উল্লেখ করেন, গতবছর ম্যাংগো স্পেশাল ট্রেন ও ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হয়েছে। ভবিষ্যতে লাগেজ ভ্যান রেল বহরে যুক্ত হচ্ছে যার মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছ থেকে পণ্য সরাসরি বিভিন্ন শহরে পৌঁছানো যাবে। এভাবেই রেল এগিয়ে যাচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

আলোচনা সভায় নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর,ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সবুর খান প্রমুখ অংশ নেন। / প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12