দূরবীণ নিউজ প্রতিবেদক:
সাবেক মন্ত্রী ,বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয় ।
জানা যায়, ব্যারিস্টার মওদুদের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছায়। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে মরদেহ গুলশানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে নেয়া হয়।
আজ শুক্রবার রাজধানীতে নয়াপলটনে বিএনপি কেন্দ্রিয় কার্যালয়সহ তার আরো কয়েক স্থানে তার নামাজে জানাজা হবার কথা রয়েছে। এরব্যারিস্টার মওদুদ আহমদকে তার নিজে এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে বলে জাননো হয়। #